সামারি
- এক্যারিওটা/ অকোষীয়
- প্রোক্যারিওটা/ আদিকোষীয়
- রাজ্য-2/ প্রোটিস্টা
- রাজ্য-3/ ফানজাই
- সপুষ্পক উদ্ভিদ
- মসবর্গীয়
- ফার্ণবর্গীয়
- শৈবাল
- ছত্রাক
- 1. পরিফেরা(Porifera)
- 2. নিডারিয়া(Cnidaria)
- 3. প্লাটিহেলমিনথেস(Platyhelminthes)
- 4. নেমাটোডা(Nematoda)
- 5. অ্যানেলিডা(Annelida)
- 6. আর্থ্রোপোডা(Arthropoda)
- 7. মলাস্কা(Mollusca)
- 8. একাইনোডারমাটা(Echinodermata)
- ইউরোকর্ডাটা
- সেফালোকর্ডাটা
- সাইক্লোস্টোমাটা
- কনড্রিকথিস
- অস্টিকথিস
- উভচর
- সরীসৃপ
- পক্ষীকূল
- স্তন্যপায়ী
কলাপ্সেবল ভিউ
🦠 সুপার কিংডম-1/ প্রোক্যারিওটা/ কেন্দ্রীকা সুগঠিত নয়
1️⃣ রাজ্য-1/মনেরা
- এক্যারিওটা/ অকোষীয়
- প্রোক্যারিওটা/ আদিকোষীয়
🏆 সুপার কিংডম-2/ ইউক্যারিওটা/ কেন্দ্রিকা সুগঠিত
2️⃣ রাজ্য-2/ প্রোটিস্টা
3️⃣ রাজ্য-3/ ফানজাই
4️⃣ রাজ্য-4/ প্লান্টি/ উদ্ভিদজগৎ
- সপুষ্পক উদ্ভিদ
অপুষ্পক উদ্ভিদ
- মসবর্গীয়
- ফার্ণবর্গীয়
সমাঙ্গবর্গীয়
- শৈবাল
- ছত্রাক
5️⃣ রাজ্য-5/ অ্যানিমেলিয়া
৯ টি মেজর পর্ব
- পরিফেরা(Porifera)
- নিডারিয়া(Cnidaria)
- প্লাটিহেলমিনথেস(Platyhelminthes)
- নেমাটোডা(Nematoda)
- অ্যানেলিডা(Annelida)
- আর্থ্রোপোডা(Arthropoda)
- মলাস্কা(Mollusca)
- একাইনোডারমাটা(Echinodermata)
9.কর্ডাটা(Chordata)
- ইউরোকর্ডাটা
- সেফালোকর্ডাটা
ভার্টিব্রাটা
- সাইক্লোস্টোমাটা
- কনড্রিকথিস
- অস্টিকথিস
- উভচর
- সরীসৃপ
- পক্ষীকূল
- স্তন্যপায়ী
বিস্তারিত বিশ্লেষণ
🦍 জীবজগৎ এর শ্রেণীবিন্যাস
🦠 সুপার কিংডম ১: প্রোক্যারিওটা (কেন্দ্রীকা সুগঠিত নয়)
1️⃣ রাজ্য-1 মনেরা:
- এককোষী।
- কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না।
- অনুবিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না।
- উদাহরণ: ব্যক্টেরিয়া, সায়ানোব্যক্টেরিয়া, স্পাইরোগাইরা ইত্যাদি।
🏆 সুপার কিংডম ২: ইউক্যারিওটা (কেন্দ্রীকা সুগঠিত)
2️⃣ রাজ্য ২: প্রোটিস্টা
- এককোষী বা বহুকোষী।
- কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে।
- ক্লোরোফিল যুক্ত।
- একক বা দলবদ্ধভাবে থাকতে পারে।
- উদাহরণ: ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি।
3️⃣ রাজ্য ৩: ফানজাই
- এককোষী বা বহুকোষী।
- কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে।
- ক্লোরোফিল নেই।
- পরভোজী।
- উদাহরণ: ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি।
4️⃣ রাজ্য ৪: প্লান্টি (উদ্ভিদজগৎ)
- অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে।
- দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত।
- কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত।
- কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর থাকে।
- ক্লোরোফিল থাকে।
- উদাহরণ: আম, জাম, লিচু ইত্যাদি।
অপুষ্পক উদ্ভিদ
যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন: মস, ফার্ণ ইত্যাদি।
-
ফার্ণবর্গীয়
- এদের দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত। এদের পরিবহণ টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুন্ডীত থাকে। বাড়ির পাশে ছায়াযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এদের জম্মাতে দেখা যায়।
- উদাহরণ: টেরিস।
- এদের দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত। এদের পরিবহণ টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুন্ডীত থাকে। বাড়ির পাশে ছায়াযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এদের জম্মাতে দেখা যায়।
-
মসবর্গীয়
- এদের দেহ কান্ড ও পাতায় বিভক্ত করা যায়। কিন্তু এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত এরা পুরোনো দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জম্মায়।
- উদাহরণ: ব্রায়াম।
- এদের দেহ কান্ড ও পাতায় বিভক্ত করা যায়। কিন্তু এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত এরা পুরোনো দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জম্মায়।
-
সমাঙ্গবর্গীয়
- এদের দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না।
- শৈবাল: ক্লোরোফিল আছে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
- উদাহরণ: স্পাইরোগাইরা
- ছত্রাক: ক্লোরোফিল নেই, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। -উদাহরণ: এগারিকাস।
সপুষ্পক উদ্ভিদ
-
যেসব উদ্ভিদের ফুল হয় তাদের সপুষ্কক উদ্ভিদ বলে।
- উদাহরণ: আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি।
-
নগ্নবীজী: নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না। তাই বীজ নগ্ন অবস্থায় থাকে।
- উদাহরণ: সাইকাস, পাইনাস ইত্যাদি।
-
আবৃতবীজী: আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপন্ন হয় এবং বীজ আবৃত থাকে।
-
উদাহরণ: আম, জাম, ধান সুপারি ইত্যাদি।
-
একবীজপত্রী: যে উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে, সেই উদ্ভিদকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়।
- উদাহরণ: ধান, গম, ভুট্টা, নারকেল ইত্যাদি।
-
দ্বিবীজপত্রী: যে উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, সেই উদ্ভিদকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়।
- উদাহরণ: ছোলা, মটর, রেড়ি ইত্যাদি।
-
5️⃣ রাজ্য ৫: অ্যানিমেলিয়া
- ৯ টি মেজর পর্ব
- অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট ৩৩ টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে ৯ টি পর্বকে মেজর পর্ব বলা হয়। বাকীগুলো নন-মেজর পর্ব।
- এই ৯ টি পর্বের প্রথম ৮ টি পর্বের প্রাণীরা অমেরুদন্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদন্ডী।
৯টি মেজর পর্ব
1️⃣ পরিফেরা (Porifera)
- সরলতম বহুকোষী।
- দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত।
- পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না।
- এরা নিজেরা নড়াচড়া করতে পারে না, পানিতে এক জায়গায় বসবাস করে।
- উদাহরণ: স্পঞ্জ, স্কাইফা
2️⃣ নিডারিয়া (Cnidaria)
- দেহ দুটি ভ্ৰণীয় কোষস্তর দ্বারা গঠিত।
- এদের দেহ গহ্বরকে সিলেট্রেন বলে।
- এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে।
- উদাহরণ: জেলিফিশ, হাইড্রা
3️⃣ প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
- দেহ চ্যাপ্টা, এরা উভলিঙ্গ ও অন্তঃপরজীবী ।
- দেহ কিউটিকেল দ্বারা আবৃত।
- দেহে চোষক ও আংটা থাকে।
- দেহে শিখা কোষ নামে বিশেষ কোষ থাকে।
- উদাহরণ: ফিতাকৃমি, যকৃতকৃমি
4️⃣ নেমাটোডা (Nematoda)
- দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।
- সাধারণত এক লিঙ্গ।
- পৌষ্টিক নালি সম্পূর্ণ, মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত।
- দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই |
- উদাহরণ: গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি
5️⃣ অ্যানেলিডা (Annelida)
- দেহ নলাকার ও খণ্ডায়িত।
- নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।
- প্রতিটি খন্ডে সিটা থাকে।
- উদাহরণ: জোঁক, কেঁচো
6️⃣ আর্থ্রোপোডা (Arthropoda)
- দেহ খন্ডায়িত্ব ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
- উদাহরণ: প্রজাপতি, মাকড়সা, কাঁকড়া
7️⃣ মলাস্কা (Mollusca)
- দেহ নরম।
- নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে।
- ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায়।
- উদাহরণ: শামুক, অক্টোপাস
8️⃣ একাইনোডারমাটা (Echinodermata)
- দেহত্বক কাটাযুক্ত।
- নালী পদের সাহায্যে চলাচল করে।
- দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত।
- উদাহরণ: তারামাছ, সী আর্চিন
9️⃣ কর্ডাটা (Chordata)
- সারা জীবন বা ন নটোকর্ড থাকে।
- সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।
- উদাহরণ: মানুষ, ব্যাঙ, মাছ, কুকুর, সাপ, হাতি
কর্ডাটা (Chordata) - মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস
কর্ডাটা পর্বের প্রাণীদের তিনটি ভাগে বিভক্ত করা হয়। এরপর এই শ্রেণী থেকে ভার্টিব্রাটা (মেরুদণ্ডী প্রাণী) বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়।
🅰 ইউরোকর্ডাটা (Urochordata)
- প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
- শুধু লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে।
- উদাহরণ: অ্যাসিডিয়া
🅱 সেফালোকর্ডাটা (Cephalochordata)
- নটোকর্ড এদের দেহের সম্মুখভাগে অবস্থান করে
- সারাজীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ করা যায়।
- উদাহরণ: ব্রাঙ্কিওস্টোমা
🅾 ভার্টিব্রাটা (Vertebrata) - মেরুদণ্ডী প্রাণী
এই শ্রেণীর প্রাণীদের মেরুদণ্ড থাকে এবং এদের সাতটি প্রধান ভাগ আছে।
1️⃣ সাইক্লোস্টোমাটা (Cyclostomata)
১. লম্বাটে দেহ । ২. এদের দেহে আইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত।
- উদাহরণ: পেট্রোমাইজন
2️⃣ কনড্রিকথিস (Chondrichthyes)
- সমুদ্রে বাস করে।
- দেহ প্ল্যাকয়েড আইশ দ্বারা আবৃত।
- মাথার দুই পাশে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে।
- কানকো থাকে।
- উদাহরণ: হাঙ্গর, করাত মাছ
3️⃣ অস্টিকথিস (Osteichthyes)
- অধিকাংশই স্বাদু পানির মাছ।
- দেহ সাইক্লোয়ড ও টিনয়েড উভয় ধরনের আইশ দ্বারা আবৃত।
- উদাহরণ: ইলিশ মাছ
4️⃣ উভচর (Amphibia)
- দেহত্বক আইশবিহীন।
- ত্বক নরম, পাতলা ভেজা ও গ্রন্থিযুক্ত ।
- শীতল রক্তের প্রাণী।
- পানিতে ডিম পাড়ে।
- উদাহরণ: সোনাব্যাঙ, কুনোব্যাঙ
5️⃣ সরীসৃপ (Reptilia)
- বুকে ভর করে চলে।
- চারপায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে।
- উদাহরণ: টিকটিকি, কুমির, সাপ, গুইসাপ
6️⃣ পক্ষীকূল (Aves)
- দেহ পালক দ্বারা আবৃত।
- দুটি ডানা, দুটি পা ও একটি চঞ্চু আছে।
- ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উড়তে পারে ।
- উষ্ণ রক্তের প্রাণী |
- উদাহরণ: _কাক, দোয়েল, হাঁস _
7️⃣ স্তন্যপায়ী (Mammalia)
১. দেহ লোমে আবৃত থাকে। ২. ব্যতিক্রমি স্তন্যপায়ী প্রাণী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে। ৩. শিশুরা মাতৃ দুগ্ধ পান করে।
- উদাহরণ: মানুষ, উট, বাঘ