🔢 Math📐 জ্যামিতিউপপাদ্য(15-24): সর্বসম ত্রিভূজCopy pageদুইটি পরস্পর সমান হয, তবে ত্রিভূজ দুইটি সর্বসম উপপাদ্য-15: যদি কোনো ত্রিভূজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে।উপপাদ্য-16: যদি কোনো ত্রিভূজের দুইটি কোণ পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে।উপপাদ্য-17: যদি একটি ত্রিভূজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভূজের তিন বাহুর সমান হয়, তবে ত্রিভূজ দুইটি সর্বসম হবে।উপপাদ্য-18: যদি একটি ত্রিভূজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভূজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহুর সমান হয়, তবে ত্রিভূজ দুইটি সর্বসম হবে।উপপাদ্য-19: দুইটি সমকোণী ত্রিভূজের অতিভূজদ্বয সমান হলে এবং একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলে, ত্রিভূজদ্বয সর্বসম হবে।উপপাদ্য-20: কোনো ত্রিভূজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর।উপপাদ্য-21: কোনো ত্রিভূজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর।উপপাদ্য-22: ত্রিভূজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।উপপাদ্য-23: প্রমাণ কর যে, ত্রিভূজের-যে ত্রিভূজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।উপপাদ্য-24: সমকোণী ত্রিভূজের অতিভূজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।Last updated on September 27, 2025উপপাদ্য 14উপপাদ্য 15