🔖 ১২তম পাঠ - সূত্র (৭৬-৮৫)
🧩 Formula 76
Adjective (Noun-এর দোষ, গুণ, অবস্থা)-এর পর ‘হয়’ থাকলে → get / grow / become বসে।
🔸 বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়। — The sky becomes clear after the rainfall.
🔸 বৃদ্ধরা কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। — Old men grow tired by hard work.
🧩 Formula 77
’যদি’ বা ‘যখন’ এর পর ‘হওয়া’ → am / is / are বসে।
🔸 তুমি যদি ভিক্ষুক হও… — If you are a beggar, everybody will hate you.
🔸 তুমি যদি অলস হও… — If you are lazy, you will fail.
🧩 Formula 78
আদেশ, উপদেশ, অনুরোধ হলে → be ব্যবহৃত হয়।
🔸 দয়া করে শান্ত হও। — Please be quiet.
🔸 নিষ্ঠুর হইও না। — Don’t be cruel.
🧩 Formula 79
দেখার মাধ্যমে অবস্থার পরিবর্তন বোঝালে → look ব্যবহৃত হয়।
🔸 তোমাকে মোটা দেখাচ্ছে। — You look fatty.
🔸 তাকে বিষণ্ন দেখাচ্ছে। — He looks gloomy.
🧩 Formula 80
অনুমানমূলক ‘মনে হওয়া’ → seem ব্যবহৃত হয়।
🔸 তাকে চালাক মনে হচ্ছে। — He seems clever.
🔸 তাকে ক্লান্ত মনে হচ্ছে। — He seems to be tired.
🧩 Formula 81
অনুভূতির মাধ্যমে ‘মনে হওয়া’ → feel ব্যবহৃত হয়।
🔸 ঘরটি গরম মনে হচ্ছে। — The room feels warm.
🔸 বিছানাটা আরামদায়ক মনে হচ্ছে। — The bed feels comfortable.
🧩 Formula 82
বক্তব্যের পূর্বে বা পরে ‘মনে হয়’ → I think ব্যবহার করা যায়।
🔸 আজ বৃষ্টি হবে বলে মনে হয়। — I think it will rain today.
🔸 মনে হয় লোকটি বেঁচে নেই। — I think the man is not alive.
🧩 Formula 83
ক্রিয়ার শেষে হয়েছে / হইয়াছে → have been / has been + past participle
🔸 দরখাস্তটি জমা দেওয়া হয়েছে। — The application has been submitted.
🔸 চিঠিটি পোস্ট করা হয়েছে। — The letter has been posted.
🧩 Formula 84
অতীতকাল বোঝালে → was / were + past participle
🔸 বাড়িটি জানুয়ারিতে নির্মাণ করা হয়েছে। — This house was built in January.
🔸 বইগুলো অনেকদিন আগে কেনা হয়েছে। — The books were bought a long time ago.
🧩 Formula 85
হয়েছে কি বোঝাতে → বাক্যের শুরুতে Has / Have + been + past participle
🔸 কামরাটি পরিষ্কার করা হয়েছে কি? — Has the room been cleaned?
🔸 চিঠিগুলো পোস্ট অফিসে পাঠানো হয়েছে কি? — Have the letters been sent to the post office?