Skip to Content

🔖 সন্ধি

পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।

১. স্বরসন্ধি

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

স্বরসন্ধির প্রকারভেদ ও উদাহরণ:
  1. সুত্র-১: অ/আ + অ/আ = আ
    উদাহরণ: উত্তর + অধিকার = উত্তরাধিকার, আশা + অতি = আশাতীত

  2. সুত্র-২: ই/ঈ + ই/ঈ = ঈ
    উদাহরণ: অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি + পরীক্ষা = পরীক্ষাঃ

  3. সুত্র-৩: উ/ঊ + উ/ঊ = উ
    উদাহরণ: শুভ + উদ্যোগ = শুভোদ্যোগ

  4. সুত্র-৪: এ/ঐ + অ = এ
    উদাহরণ: সুর্য + উদয় = সূর্যোদয়

  5. সুত্র-৫: ও/ঔ + অ = ও
    উদাহরণ: মহা + অক্ষি = মহাক্ষি

  6. সুত্র-৬: ই + অ = ই
    উদাহরণ: রাজ + অনুগ = রাজনুগ

  7. সুত্র-৭: উ + অ = উ
    উদাহরণ: গুরু + অনুধ্যান = গুরুনুধ্যান

  8. সুত্র-৮: এ + ই = ঐ
    উদাহরণ: কৌশল + ইন্দ্র = কৌশলেন্দ্র

  9. সুত্র-৯: ও + ই = ঐ
    উদাহরণ: মনীষা + ইন্দ্র = মনীষেন্দ্র

  10. সুত্র-১০: আ + ই = ঐ
    উদাহরণ: মহা + ইন্দ্র = মহেন্দ্র

  11. সুত্র-১১: ও + উ = ঔ
    উদাহরণ: সুত + উচ্চ = সুত্চ

  12. সুত্র-১২: আ + ঊ = ঔ
    উদাহরণ: মন + ঊর্ধ্ব = মনোর্ধ্ব

  13. সুত্র-১৩: আ + অন্য স্বর = আই
    উদাহরণ: সেন + ইন্দ্র = সেনেন্দ্র

  14. সুত্র-১৪: অ + অন্য স্বর = অয়
    উদাহরণ: গো + অভি = গোভি

  15. সুত্র-১৫: গৃহিত সন্ধি = গৃহিত

বিঃদ্রঃ
যেসব শব্দ সন্ধি নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় না, সেগুলোকে নিত্য সন্ধি বলে।
উদাহরণ: কুল + টা = কুলটা (সূত্র অনুযায়ী কুলাটা হওয়ার কথা ছিল)।

Last updated on