Skip to Content
🤔 জানি কিন্তু জানি না🗺️ অবিভক্ত বাংলা

অবিভক্ত বাংলা কেন আলাদা স্বাধীন দেশ হয় নি?

অবিভক্ত বাংলা কেন আলাদা স্বাধীন দেশ হয় নি?

প্রেক্ষাপট

পশ্চিম বাংলার(পশ্চিমবঙ্গ) রাজধানী হচ্ছে কলকাতা

পূর্ব বাংলার(বাংলাদেশ) রাজধানী হচ্ছে ঢাকা

পশ্চিম বাংলা + পূর্ব বাংলা = অবিভক্ত বাংলা

বি: দ্র: পশ্চিম বাংলা কে পশ্চিম পাকিস্তান ভেবে ভুল করবেন না।

৪ টি প্রস্তাব

  1. Divided Bengal in United India - শ্যামা প্রসাদ মুখার্জি
  2. United Bengal in Divided India - হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. Divided Bengal in Divided India - জওহরলাল নেহেরু + মুসলীম লীগের আরে নেতা
  4. United Bengal in United India - মহাত্মা গান্ধী

Divided Bengal in United India পক্ষে যুক্তি

১৯৩৫ সালের ভারত শাসন আইনে বাংলার জন্য বরাদ্দকৃত ২৫০ আসনের বন্টন নিম্নরূপ:

  • সাধারণ আসন: ৭৬
  • মুসলমান আসন: ১১৭ (শহুরে ৬, গ্রামীণ ১১১)
  • এংলো ইন্ডিয়ান: ৩
  • ইউরোপিয়ান: ১১
  • ভারতীয় খ্রিস্টান: ২
  • বাণিজ্য, শিল্প, প্লান্টার্স প্রমুখ প্রতিনিধি: ১৯
  • জমিদার: ৫
  • শ্রমিক প্রতিনিধি: ৮
  • শিক্ষাপ্রতিষ্ঠান: ২ (কলকাতা বিশ্ববিদ্যালয় ১, ঢাকা বিশ্ববিদ্যালয় ১)

১৯৪৭ সালের আগমহূর্তে কলকাতা এবং নোয়াখালির হিন্দু ও মুসলিমদের মধ্যে ব্যাপক দাঙ্গা শুরু হয়

এক্ষত্রে প্রচুর হিন্দু-মুসলিম নিহত হয়। ফলে বাংলায় অশান্তি তৈরি হয়।

United Bengal in Divided India পক্ষে যুক্তি

Divided Bengal in Divided India পক্ষে যুক্তি

United Bengal in United India পক্ষে যুক্তি

Last updated on