Skip to Content
🤔 জানি কিন্তু জানি না🌐 রাজনীতি vs কূটনীতি

রাজনীতি, পররাষ্ট্রনীতি ও কূটনীতি কি?

💡 রাজনীতি

জাতির জন্য কল্যানকর কোন উদ্দেশ্যকে সামনে রেখে রাজনৈতিক দল কর্তৃক ক্ষমতা গ্রহণ কিংবা ক্ষমতায় থাকার জন্য যে কর্মকান্ড চলে তাকে রাজনীতি বলে।

💡 পররাষ্ট্রনীতি

জাতির স্বার্থ ও আত্মমর্যাদা বজায় রেখে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক সৃষ্টি, বজায় রাখা বা দৃঢ় করার জন্য যে নীতি গ্রহণ করে তাকে পররাষ্ট্রনীতি বলে।

💡 কূটনীতি

কূটনীতি হল কৌশল যার মাধ্যমে একটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতি অনুসরণ করে স্বীয় স্বার্থ অর্জন করে। পররাষ্ট্রনীতি প্রয়োগের ‘কৌশল’-ই হচ্ছে কূটনীতি।

কূটনীতি বিষয়টি আসে পররাষ্ট্রনীতি থেকেই। কোনো একটা দেশের সাথে কোনো বিষয়ের সম্পর্ক স্থাপন করা হলো। আর এ সম্পর্ক টিকিয়ে রাখতে বা ধরে রাখতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা হলো কূটনীতি। কূটনীতি হচ্ছে কোনো রাষ্ট্র পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি (কিছু বিষয়ে বেসরকারিভাবে সম্পন্ন) কার্যক্রম। অর্থাৎ কূটনীতি হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে কোনো রাষ্ট্রের প্রতিনিধি দ্বারা অন্য কোনো রাষ্ট্রে পরিচালিত কার্যক্রম। কূটনীতির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Diplomacy’ যার উদ্ভব ঘটেছে প্রাচীনকালে। প্রাচীন গ্রীসে যখন একটি রাষ্ট্র হতে অন্য কোনো রাষ্ট্রে কোনো প্রতিনিধি যেত তখন তিনি তার পরিচয় খোদাই করা একটা কাঠের টুকরো গ্রাহক রাষ্ট্রের প্রধানের কাছে হস্তান্তর করতেন। কাঠের খণ্ডটিকে বলা হতো “Diplom” আর এখান থেকে ‘Diplomacy’ শব্দটি এসেছে।

Last updated on