Skip to Content
🤔 জানি কিন্তু জানি না🌍 হাইকমিশনার vs রাষ্ট্রদূত

হাইকমিশনার এবং রাষ্ট্রদূত/এম্বাসেডরের মধ্যে পার্থক্য?

কমনওয়েলথভূক্ত দেশ: বৃটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়া দেশ সমূহের আন্তর্জাতিক সংঘটন হচ্ছে কমনওয়েলথ।

💡 হাইকমিশনার

কমনওয়েলথভূক্ত দেশের কূটনীতিক মিশনকে বলে হাইকমিশন।

হাইকমিশনের প্রধানকে বলে হাইকমিশনার।

💡 রাষ্ট্রদূত/এম্বাসেডর

কমনওয়েলথভূক্ত দেশ ব্যতীত কূটনীতিক মিশনকে বলে দূতাবাস/ এম্বাসি।

দূতাবাস/ এম্বাসির প্রধানকে বলে রাষ্ট্রদূত/ এম্বাসেডর।

Last updated on