🔢 Math📐 জ্যামিতিউপপাদ্য(25-31): জ্যা ও ব্যাসCopy pageবৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত উপপাদ্য-25: . বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।উপপাদ্য-26: বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।উপপাদ্য-27: বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।উপপাদ্য-28: যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।উপপাদ্য-29: বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।উপপাদ্য-30: বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।উপপাদ্য-31: বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।Last updated on September 25, 2025উপপাদ্য 24উপপাদ্য 25