🔢 Math📐 জ্যামিতিউপপাদ্য(10-14): ত্রিভূজCopy pageত্রিভূজ সম্পর্কিত কতিপয় উপপাদ্য ও অনুসিদ্ধান্ত উপপাদ্য-10: ত্রিভূজের তিনকোণের সমষ্টি দুই সমকোণের সমান।উপপাদ্য-11: ত্রিভূজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।উপপাদ্য-12: ত্রিভূজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।উপপাদ্য-13: সমকোণী ত্রিভূজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক।উপপাদ্য-14: যদি দুইটি ত্রিভূজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয এবং বাহু দুইটির অন্তর্ভূক্ত কোণ সমান হয, তবে ত্রিভূজ দুইটি সর্বসম হবে।Last updated on September 27, 2025উপপাদ্য 9উপপাদ্য 10