Skip to Content
🔢 Math📐 জ্যামিতিউপপাদ্য(51-57): অনুপাত
অনুপাত সম্পর্কিত উপপাদ্য
উপপাদ্য-51: দুইটি ত্রিভূজক্ষেত্রের উচ্চতা সমান হলে, তাদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক।
উপপাদ্য-52: দুইটি ত্রিভূজক্ষেত্রের ভূমি সমান হলে, তাদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক।
উপপাদ্য-53: ত্রিভূজের যেকোনো বাহুর সমান্তরাল সরলরেখা ঐ ত্রিভূজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে।
উপপাদ্য-54: ত্রিভূজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত অপর এক বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে।
উপপাদ্য-55: কোনো সরলরেখা একটি ত্রিভূজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভূজটির তৃতীয় বাহুর সমান্তরাল।
উপপাদ্য-56: ত্রিভূজের যেকোনো কোণের অন্তর্দিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে।
উপপাদ্য-57: ত্রিভূজের যেকোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত হলে, বিভাগ বিন্দু থেকে বিপরীত শীর্ষ পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শীর্ষকোণের সমদ্বিখণ্ডক হবে।
Last updated on