পরিমাপের এককসমূহ
পরিমাপের একক:
যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলা হয়।
প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খন্ড ‘প্লাটিনিয়াম রড’-এর দৈর্ঘ্য এক মিটার হিসাবে স্বীকৃত হয়েছে। এ দৈর্ঘ্যই একক হিসাবে ধরে বৈজ্ঞানিক পরিমাপ করা হয়।। দৈর্ঘ্য ছোট হলে সেন্টিমিটার এবং বড় হলে কিলোমিটার একক ব্যবহৃত হয়।
মেট্রিক পদ্ধতিতে
- দৈর্ঘ্য পরিমাপের একক: মিটার
- ভর পরিমাপের একক: গ্রাম
- তরল পদার্থের আয়তনের একক: লিটার
📌 এককের রূপান্তরের ছন্দ
কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে ডেসে সান্তি মিলিবে।
(বামে → ডানে গেলে প্রতি ধাপে ×১০)
- কিলাইয়া = কিলো
- হাকাইয়া = হেক্টো
- ডাকাত = ডেকা
- মারিলে = মিটার
- ডেসে = ডেসি
- সান্তি = সেন্টি
- মিলিবে = মিলি
📏 দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক এককাবলি
- ১০ মিলিমিটার (মি. মি.) = ১ সেন্টিমিটার (সে. মি.)
- ১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার (ডেসি. মি.)
- ১০ ডেসিমিটার = ১ মিটার (মি.)
- ১০ মিটার = ১ ডেকামিটার (ডেকা. মি.)
- ১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার (হে. মি.)
- ১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার (কি. মি.)
⚖️ ভর পরিমাপের মেট্রিক এককাবলি
- ১০ মিলিগ্রাম (মি. গ্রা.) = ১ সেন্টিগ্রাম
- ১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম (ডেসি. গ্রা.)
- ১০ ডেসিগ্রাম = ১ গ্রাম (গ্রা.)
- ১০ গ্রাম = ১ ডেকাগ্রাম (ডেকা গ্রা.)
- ১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম (হে. গ্রা.)
- ১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম (কে. জি.)
আরো কিছু একক:
- ১০০০ গ্রাম = ১ কিলােগ্রাম বা ১ কে.জি.
- ১০০ কিলােগ্রাম = ১ কুইন্টাল
- ১০০০ কিলােগ্রাম= = ১ মেট্রিক টন
💧 তরল পদার্থের আয়তন পরিমাপের মেট্রিক এককাবলি
- ১০ মিলিলিটার (মি. লি.) = ১ সেন্টিলিটার (সে. লি.)
- ১০ সেন্টিলিটার = ১ ডেসিলিটার (ডেসি. লি.)
- ১০ ডেসিলিটার = ১ লিটার (লি.)
- ১০ লিটার = ১ ডেকালিটার (ডেকা. লি.)
- ১০ ডেকালিটার = ১ হেক্টোলিটার (হে. লি.)
- ১০ হেক্টোলিটার = ১ কিলোলিটার (কি. লি.)
মন্তব্য: ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘনসেন্টিমিটার (Cubic Centimetre) বিশিষ্ট পানির ওজন ১ গ্রাম। Cubic Centimetre কে সংক্ষেপে ইংরেজিতে c.c. (সি.সি.) লেখা হয়।
▣ ১ লিটার বিশিষ্ট পানির ওজন = ১ কিলোগ্রাম
📐 ক্ষেত্রফল পরিমাপ
- আয়তাকার ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
- বর্গাকার ক্ষেত্রফল = বাহু²
- ত্রিভুজাকার ক্ষেত্রফল = ½ × ভূমি × উচ্চতা
ক্ষেত্রফল পরিমাপের একক: বর্গমিটার (sq. meter)
📐 ক্ষেত্রফল পরিমাপের মেট্রিক এককাবলি
- ১০০ বর্গ সেন্টিমিটার = ১ বর্গ ডেসিমিটার
- ১০০ বর্গ ডেসিমিটার = ১ বর্গমিটার
- ১০০ বর্গমিটার = ১ এয়র
- ১০০ এয়র = ১ হেক্টর
- ১০০ হেক্টর = ১ বর্গকিলোমিটার
📐 ক্ষেত্রফল পরিমাপের ব্রিটিশ এককাবলি
- ১৪৪ বর্গইঞ্চি = ১ বর্গফুট
- ৯ বর্গফুট = ১ বর্গগজ
- ৪৮৪০ বর্গগজ = ১ একর
- ১০০ শতক = ১ একর
📐 ক্ষেত্রফল পরিমাপের দেশীয় এককাবলি
- ১ বর্গহাত = ১ গণ্ডা
- ২০ গণ্ডা = ১ ছটাক
- ১৬ ছটাক = ১ কাঠা
- ২০ কাঠা = ১ বিঘা
📏 ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক
- ১ বর্গসেন্টিমিটার ≈ ০.১৬ বর্গইঞ্চি
- ১ বর্গমিটার ≈ ১০.৭৬ বর্গফুট
- ১ হেক্টর ≈ ২.৪৭ একর
- ১ বর্গইঞ্চি ≈ ৬.৪৫ বর্গসেন্টিমিটার
- ১ বর্গফুট ≈ ৯২৯ বর্গসেন্টিমিটার
- ১ বর্গগজ ≈ ০.৮৪ বর্গমিটার
- ১ বর্গমাইল = ৬৪০ একর
📐 ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক, ব্রিটিশ ও দেশীয় এককের সম্পর্ক
- ১ বর্গহাত = ৩২৪ বর্গইঞ্চি
- ১ বর্গগজ বা ৪ গণ্ডা = ৯ বর্গফুট ≈ ০.৮৩৬ বর্গমিটার
- ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ ≈ ৬৬.৮৯ বর্গমিটার
- ১ বিঘা = ১৬০০ বর্গগজ ≈ ১৩৩৭.৮ বর্গমিটার
- ১ একর = ৩ বিঘা ৮ ছটাক ≈ ৪০৪৬.৮৬ বর্গমিটার
- ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট = ১০০০ বর্গকড়ি
- ১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা
- ১ বর্গমিটার ≈ ৪.৭৮ গণ্ডা ≈ ০.২৩৯ ছটাক
- ১ এয়র ≈ ২৩.৯ ছটাক
সময়ের এককসমূহ
- ১ মিনিট = ৬০ সেকেন্ড
- ১ ঘণ্টা = ৬০ মিনিট
- ১ দিন = ২৪ ঘণ্টা
- ১ সপ্তাহ = ৭ দিন
- ১ মাস = ৩০ দিন
- ১ বছর = ১২ মাস
- ১ বছর = ৩৬৫ দিন
আরো কিছু সময়ের একক:
- ১ পলক = ২৪ সেকেন্ড
- ১ ক্ষণ = ৪ মিনিট
- ১ নিমেষ = ১৬ মিনিট (৪ ক্ষণ)
- ১ দন্ড = ২৪ মিনিট
- ১ মহূর্ত = ৪৮ মিনিট (২ দন্ড)
- ১ প্রহর = ৩ ঘণ্টা
- ১ দিন = ৮ প্রহর
- ১ পক্ষ = ১৫ দিন
- ১ যুগ = ১২ বছর
- ১ প্রজন্ম = ২৫ বছর
- ১ শতাব্দী = ১০০ বছর
দিনের বিভিন্ন সময়ের নাম
- রাত ১২ টা - রাত ৩ টা → নিশীথ
- রাত ৩ টা - সকাল ৬ টা → প্রত্যুষ
- সকাল ৬ টা - সকাল ৯ টা → প্রভাত
- সকাল ৯ টা - দুপুর ১২ টা → পূর্বাহ্ন
- দুপুর ১২ টা - বিকাল ৩ টা → মধ্যাহ্ন
- বিকাল ৩ টা - সন্ধ্যা ৬ টা → অপরাহ্ন
- সন্ধ্যা ৬ টা - রাত ৯ টা → সায়াহ্ন
- রাত ৯ টা - রাত ১২ টা → প্রদোষ
Last updated on