Skip to Content
🤯 প্যারাডক্স🍽️ রেস্টুরেন্ট

🍽️ রেস্টুরেন্ট প্যারাডক্স 🤯

আপনার কি কখনো এমন কথাবার্তা শুনে বিস্মিত হয়েছেন?
👉 “ওই রেস্টুরেন্টে কেউ যায় না, কারণ ওটাতে সবসময় ভিড় থাকে!”

😵 কিন্তু… কেউ না গেলে ভিড় হয় কিভাবে?

🔄 যুক্তির চক্রে ফেঁসে যাওয়া

এই প্যারাডক্সটি মূলত একটি স্ব-বিরোধী যুক্তি

✅ যদি কেউ না যায়, তাহলে সেখানে ভিড় থাকার কথা নয়।
✅ কিন্তু যদি ভিড় থাকে, তাহলে নিশ্চয়ই মানুষ সেখানে যায়।
✅ আবার, ভিড় থাকলে কেউ যাবে না – তাহলে কি সত্যি কেউ যায় না? 😵‍💫

🎭 বাস্তব জীবনে এর প্রভাব

এই ধরণের প্যারাডক্স আমরা বাস্তবে প্রায়শই দেখি –
👉 অনেকে বলে “এই দোকানে এত দাম, কেউ কিছু কেনে না!” অথচ দোকানটি ব্যবসায় সফল! 💸
👉 কেউ বলে “ওই রেস্টুরেন্ট এত বিখ্যাত, কিন্তু কেউ সেখানে যায় না!” – তাহলে বিখ্যাত হলো কিভাবে? 🤔

🏆 আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন?

নিচে আপনার মতামত জানান! 💬🔥

Last updated on