🔢 Math📐 জ্যামিতিউপপাদ্য(58-62): সদৃশতাCopy pageসদৃশতা সম্পর্কিত উপপাদ্য উপপাদ্য-58: দুইটি ত্রিভূজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক।উপপাদ্য-59: দুইটি ত্রিভূজের বাহুগুলো সমানুপাতিক হলে, অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান।উপপাদ্য-60: দুইটি ত্রিভূজের একটির এক কোণ অপরটির এক কোণের সমান হলে এবং সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে ত্রিভূজদ্বয় সদৃশ।উপপাদ্য-61: দুইটি সদৃশ ত্রিভূজক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত তাদের যেকোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান।উপপাদ্য-62: দুইটি ত্রিভূজ সদৃশকোণী হলে এবং এদের এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে।Last updated on September 27, 2025উপপাদ্য 57উপপাদ্য 58