সমীকরণ সমাধান
কিছু সংজ্ঞা
🔸খোলা বাক্য: যে গাণিতিক বাক্যে চলক বিদ্যমান, তাকে খোলা বাক্য বলে।
🔸সমীকরণ: যে গাণিতিক খোলা বাক্যে সমান (=) চিহ্ন থাকে, তাকে সমীকরণ বলে।
🔸চলক: অজানা/অজ্ঞাত রাশিকে চল/চলক/variable/চলরাশি/পরিবর্তনশীল-রাশি বলা হয়।
🔸ধ্রুবক: যে সকল রাশির মান পরিবর্তনশীল নয়, তাকে ধ্রুবক(Constant) রাশি বলা হয়।
🔸সমীকরণের বীজ: সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানকে প্রদত্ত সমীকরণের বীজ বলা হয়।
🔸সমীকরণের সমাধান: সমীকরণের বীজ নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলা হয়।
🔸পক্ষ: সমীকরণে (=) চিহ্নের বামপাশের রাশি হল বামপক্ষ (LHS) এবং ডানপাশের রাশি হল ডানপক্ষ (RHS)।
সমীকরণের ধরণ
🔸সরল সমীকরণ : এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণকে একঘাত/সরল সমীকরণ বলে।
🔸দ্বিঘাত সমীকরণ: এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে।
🔸ত্রিঘাত সমীকরণ: এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণকে ত্রিঘাত সমীকরণ বলে।
স্বতঃসিদ্ধ/সমতুল্যতা (identities):
- সমীকরণের উভয় পক্ষে একই রাশি যোগ করলে মানের কোন পরিবর্তন হয় না।
- সমীকরণের উভয় পক্ষে একই রাশি বিয়োগ করলে মানের কোন পরিবর্তন হয় না।
- সমীকরণের উভয় পক্ষে একই রাশি গুন করলে মানের কোন পরিবর্তন হয় না।
- সমীকরণের উভয় পক্ষকে শূন্য বাদে একই রাশি দিয়ে ভাগ করলে মানের কোন পরিবর্তন হয় না।
শুদ্ধি পরীক্ষা:
সমীকরণের যে মান বের হয়, সেটা সমীকরণের উভয় পাশে বসিয়ে, উভয় পক্ষ সমান প্রমাণ করাই হলো শুদ্ধি পরীক্ষা।
টিপস: কোন রাশিকে -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় কিন্তু মান একই থাকে।
MCQ
1. x+4=13
x+4=13
বা, x=13−4
বা, x=9
∴ নির্ণেয় সমাধান: x=9
2. y−5=11
y−5=11
বা, y=11+5
বা, y=16
∴ নির্ণেয় সমাধান: y=16
3. 2x+1=9
2x+1=9
বা, 2x=9−1
বা, 2x=8
বা, x=28
বা, x=4
∴ নির্ণেয় সমাধান: x=4
4. 7x−2=x+16
7x−2=x+16
বা, 7x−x=16+2
বা, 6x=18
বা, x=618
বা, x=3
∴ নির্ণেয় সমাধান: x=3
5. x+5=9
x+5=9
বা, x=9−5
বা, x=4
∴ নির্ণেয় সমাধান: x=4
6. z+3=15
z+3=15
বা, z=15−3
বা, z=12
∴ নির্ণেয় সমাধান: z=12
7. 4x−5=11
4x−5=11
বা, 4x=11+5
বা, 4x=16
বা, x=416
বা, x=4
∴ নির্ণেয় সমাধান: x=4
8. 3−x=14
3−x=14
বা, −x=14−3
বা, −x=11
বা, x=−11
∴ নির্ণেয় সমাধান: x=−11
9. y+1=10
y+1=10
বা, y=10−1
বা, y=9
∴ নির্ণেয় সমাধান: y=9
10. 3x=12
3x=12
বা, x=312
বা, x=4
∴ নির্ণেয় সমাধান: x=4
11. 3x−5=17
3x−5=17
বা, 3x=17+5
বা, 3x=22
বা, x=322
∴ নির্ণেয় সমাধান: x=322
12. 2x+9=3
2x+9=3
বা, 2x=3−9
বা, 2x=−6
বা, x=2−6
বা, x=−3
∴ নির্ণেয় সমাধান: x=−3
13. 5x+7=22
5x+7=22
বা, 5x=22−7
বা, 5x=15
বা, x=515
বা, x=3
∴ নির্ণেয় সমাধান: x=3
14. a−4=10
a−4=10
বা, a=10+4
বা, a=14
∴ নির্ণেয় সমাধান: a=14
15. 6y+2=20
6y+2=20
বা, 6y=20−2
বা, 6y=18
বা, y=618
বা, y=3
∴ নির্ণেয় সমাধান: y=3
16. p+q=15
p+q=15
বা, p=15−q
∴ নির্ণেয় সমাধান: p=15−q
(অথবা q=15−p)
17. 8m−3=21
8m−3=21
বা, 8m=21+3
বা, 8m=24
বা, m=824
বা, m=3
∴ নির্ণেয় সমাধান: m=3
18. 2t+5=9
2t+5=9
বা, 2t=9−5
বা, 2t=4
বা, t=4×2
বা, t=8
∴ নির্ণেয় সমাধান: t=8
19. 10−k=2
10−k=2
বা, −k=2−10
বা, −k=−8
বা, k=8
∴ নির্ণেয় সমাধান: k=8
20. 4n+6=18
4n+6=18
বা, 4n=18−6
বা, 4n=12
বা, n=412
বা, n=3
∴ নির্ণেয় সমাধান: n=3
21. x−6=7x−48
x−6=7x−48
বা, x−7x=−48+6
বা, −6x=−42
বা, x=−6−42
বা, x=7
∴ নির্ণেয় সমাধান: x=7
22. 2x+15=27−4x
2x+15=27−4x
বা, 2x+4x=27−15
বা, 6x=12
বা, x=612
বা, x=2
∴ নির্ণেয় সমাধান: x=2
23. 3x+5=4x+2
3x+5=4x+2
বা, 3x−4x=2−5
বা, 124x−3x=−3
বা, 12x=−3
বা, x=−3×12
বা, x=−36
∴ নির্ণেয় সমাধান: x=−36
24. (2+x)+3=3(x+2)
(2+x)+3=3(x+2)
বা, 2+x+3=3x+6
বা, x+5=3x+6
বা, x−3x=6−5
বা, −2x=1
বা, x=−21
বা, x=−21
∴ নির্ণেয় সমাধান: x=−21
25. x2=x+14
x2=x+14
বা, 2(x+1)=4x [ক্রস গুণ]
বা, 2x+2=4x
বা, 2=4x−2x
বা, 2=2x
বা, x=22
বা, x=1
∴ নির্ণেয় সমাধান: x=1
undefined
1. কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
4x+3=23
4x+3=23
বা, 4x=23−3
বা, 4x=20
বা, x=420
বা, x=5
∴ সংখ্যাটি: 5
2. কোন সংখ্যার 5 গুণের সাথে ঐ সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। সংখ্যাটি কত?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
5x+3x=32
বা, 8x=32
বা, x=832
বা, x=4
∴ সংখ্যাটি: 4
3. কোন সংখ্যার 4 গুণ থেকে ঐ সংখ্যার 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
4x−2x=24
বা, 2x=24
বা, x=224
বা, x=12
∴ সংখ্যাটি: 12
4. একটি সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়। সংখ্যাটি কত?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
2x+6=14
বা, 2x=14−6
বা, 2x=8
বা, x=28
বা, x=4
∴ সংখ্যাটি: 4
5. কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হয়?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x−5=11
বা, x=11+5
বা, x=16
∴ সংখ্যাটি: 16
6. কোন সংখ্যার 7 গুণ সমান 21 হয়?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
7x=21
বা, x=721
বা, x=3
∴ সংখ্যাটি: 3
7. একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হবে 10 টাকা। কলমটির দাম কত?
ধরি, কলমের দাম = x টাকা
প্রশ্নমতে,
x−2=10
বা, x=10+2
বা, x=12
∴ কলমের দাম: 12 টাকা
8. কোনিকার কাছে কতগুলো চকোলেট আছে, তার চকোলেটের 4 গুণ চকোলেট আছে মনিকার কাছে। দুইজনের কাছে মোট 25 টি চকোলেট আছে। কোনিকার কাছে কতগুলো চকোলেট আছে?
ধরি, কোনিকার কাছে চকোলেট = x টি
তাহলে, মনিকার কাছে চকোলেট = 4x টি
প্রশ্নমতে,
x+4x=25
বা, 5x=25
বা, x=525
বা, x=5
∴ কোনিকার কাছে চকোলেট: 5 টি
9. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24 হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, প্রথম স্বাভাবিক সংখ্যা = x
তাহলে, দ্বিতীয় সংখ্যা = x+1
এবং তৃতীয় সংখ্যা = x+2
প্রশ্নমতে,
x+(x+1)+(x+2)=24
বা, 3x+3=24
বা, 3x=21
বা, x=7
∴ সংখ্যা তিনটি: 7,8,9
10. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। সবচেয়ে বড় সংখ্যা x হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, সবচেয়ে বড় সংখ্যা = x
তাহলে, মাঝারি সংখ্যা = x−1
এবং ছোট সংখ্যা = x−2
প্রশ্নমতে,
(x−2)+(x−1)+x=24
বা, 3x−3=24
বা, 3x=27
বা, x=9
∴ সংখ্যা তিনটি: 7,8,9
11. তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। মাঝারি সংখ্যা x হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, মাঝারি সংখ্যা = x
তাহলে, ছোট সংখ্যা = x−1
এবং বড় সংখ্যা = x+1
প্রশ্নমতে,
(x−1)+x+(x+1)=24
বা, 3x=24
বা, x=8
∴ সংখ্যা তিনটি: 7,8,9
12. তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে, সংখ্যাগুলি নির্ণয় করো।
ধরি, প্রথম বিজোড় সংখ্যা = x
তাহলে, দ্বিতীয় বিজোড় সংখ্যা = x+2
এবং তৃতীয় বিজোড় সংখ্যা = x+4
প্রশ্নমতে,
x+(x+2)+(x+4)=27
বা, 3x+6=27
বা, 3x=21
বা, x=7
∴ সংখ্যা তিনটি: 7,9,11
13. তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। সবচেয়ে বড় সংখ্যা y হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, সবচেয়ে বড় বিজোড় সংখ্যা = y
তাহলে, মাঝারি বিজোড় সংখ্যা = y−2
এবং ছোট বিজোড় সংখ্যা = y−4
প্রশ্নমতে,
(y−4)+(y−2)+y=27
বা, 3y−6=27
বা, 3y=33
বা, y=11
∴ সংখ্যা তিনটি: 7,9,11
14. তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। মাঝারি সংখ্যা y হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, মাঝারি বিজোড় সংখ্যা = y
তাহলে, ছোট বিজোড় সংখ্যা = y−2
এবং বড় বিজোড় সংখ্যা = y+2
প্রশ্নমতে,
(y−2)+y+(y+2)=27
বা, 3y=27
বা, y=9
∴ সংখ্যা তিনটি: 7,9,11
15. তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে, সংখ্যাগুলি নির্ণয় করো।
ধরি, প্রথম জোড় সংখ্যা = x
তাহলে, দ্বিতীয় জোড় সংখ্যা = x+2
এবং তৃতীয় জোড় সংখ্যা = x+4
প্রশ্নমতে,
x+(x+2)+(x+4)=30
বা, 3x+6=30
বা, 3x=24
বা, x=8
∴ সংখ্যা তিনটি: 8,10,12
16. তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। সবচেয়ে বড় সংখ্যা z হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, সবচেয়ে বড় জোড় সংখ্যা = z
তাহলে, মাঝারি জোড় সংখ্যা = z−2
এবং ছোট জোড় সংখ্যা = z−4
প্রশ্নমতে,
(z−4)+(z−2)+z=30
বা, 3z−6=30
বা, 3z=36
বা, z=12
∴ সংখ্যা তিনটি: 8,10,12
17. তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। মাঝারি সংখ্যা z হলে, সংখ্যা তিনটি নির্ণয় করো।
ধরি, মাঝারি জোড় সংখ্যা = z
তাহলে, ছোট জোড় সংখ্যা = z−2
এবং বড় জোড় সংখ্যা = z+2
প্রশ্নমতে,
(z−2)+z+(z+2)=30
বা, 3z=30
বা, z=10
∴ সংখ্যা তিনটি: 8,10,12
18. পাঁচটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 55 হলে, সংখ্যাগুলি নির্ণয় করো।
ধরি, প্রথম বিজোড় সংখ্যা = x
তাহলে, দ্বিতীয় বিজোড় সংখ্যা = x+2
তৃতীয় বিজোড় সংখ্যা = x+4
চতুর্থ বিজোড় সংখ্যা = x+6
এবং পঞ্চম বিজোড় সংখ্যা = x+8
প্রশ্নমতে,
x+(x+2)+(x+4)+(x+6)+(x+8)=55
বা, 5x+20=55
বা, 5x=35
বা, x=7
∴ সংখ্যা পাঁচটি: 7,9,11,13,15
19. একটি দড়ির দৈর্ঘ্য 36 মিটার হলে, এর অর্ধেক কত?
ধরি, দড়ির অর্ধেক = x মিটার
প্রশ্নমতে,
2x=36
বা, x=236
বা, x=18
∴ দড়ির অর্ধেক: 18 মিটার
20. একটি দড়ির দৈর্ঘ্য 32 মিটার হলে, তা দুই খণ্ডে ভাগ করা হলো যার মধ্যে এক খণ্ড অন্য খণ্ডের থেকে 2 মিটার বেশি। দড়ির দুই খণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো।
ধরি, ছোট খণ্ডের দৈর্ঘ্য = x মিটার
তাহলে, বড় খণ্ডের দৈর্ঘ্য = (x+2) মিটার
প্রশ্নমতে,
x+(x+2)=32
বা, 2x+2=32
বা, 2x=30
বা, x=15
∴ দুই খণ্ডের দৈর্ঘ্য: 15 মিটার এবং 17 মিটার
21. একটি মাঠ চাষ করতে মোট 320 টাকা খরচ হলো, মাঠটি সমান 4 খণ্ডে ভাগ করা হলো। প্রতিটি খণ্ড চাষ করতে কত টাকা খরচ হলো?
ধরি, প্রতিটি খণ্ড চাষের খরচ = x টাকা
প্রশ্নমতে,
4x=320
বা, x=4320
বা, x=80
∴ প্রতিটি খণ্ড চাষের খরচ: 80 টাকা
22. একটি ট্যাঙ্কিতে মোট 150 লিটার পানি আছে। যদি প্রথম অংশে দ্বিতীয় অংশের চেয়ে 30 লিটার বেশি পানি রাখা হয়, তবে দুই অংশে কত করে পানি আছে তা নির্ণয় করো।
ধরি, দ্বিতীয় অংশে পানি = x লিটার
তাহলে, প্রথম অংশে পানি = (x+30) লিটার
প্রশ্নমতে,
x+(x+30)=150
বা, 2x+30=150
বা, 2x=120
বা, x=60
∴ দুই অংশে পানি: 90 লিটার এবং 60 লিটার
23. একটি বই ও একটি খাতা মিলে মোট দাম 45 টাকা। খাতার দাম বইয়ের থেকে 3 টাকা বেশি। বই ও খাতার দাম নির্ণয় করো।
ধরি, বইয়ের দাম = x টাকা
তাহলে, খাতার দাম = (x+3) টাকা
প্রশ্নমতে,
x+(x+3)=45
বা, 2x+3=45
বা, 2x=42
বা, x=21
∴ বইয়ের দাম: 21 টাকা এবং খাতার দাম: 24 টাকা
24. একটি দড়ির দৈর্ঘ্য 40 মিটার। দড়িটি দুই টুকরো করা হলো, এমনভাবে যে একটি টুকরোর দৈর্ঘ্য অন্য টুকরোর তিনগুন। দুই টুকরোর দৈর্ঘ্য নির্ণয় করো।
ধরি, ছোট টুকরোর দৈর্ঘ্য = x মিটার
তাহলে, বড় টুকরোর দৈর্ঘ্য = 3x মিটার
প্রশ্নমতে,
x+3x=40
বা, 4x=40
বা, x=10
∴ দুই টুকরোর দৈর্ঘ্য: 10 মিটার এবং 30 মিটার
25. দুই ভাইয়ের বয়সের যোগফল 26 বছর। ছোট ভাইয়ের বয়স বড় ভাইয়ের থেকে 4 বছর কম। দুইজনের বয়স নির্ণয় করো।
ধরি, ছোট ভাইয়ের বয়স = x বছর
তাহলে, বড় ভাইয়ের বয়স = (x+4) বছর
প্রশ্নমতে,
x+(x+4)=26
বা, 2x+4=26
বা, 2x=22
বা, x=11
∴ ছোট ভাইয়ের বয়স: 11 বছর এবং বড় ভাইয়ের বয়স: 15 বছর
26. একটি সংখ্যার সাথে 7 যোগ করলে সংখ্যা দ্বিগুণ হয়। সংখ্যাটি কত?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x+7=2x
বা, 7=2x−x
বা, 7=x
বা, x=7
∴ সংখ্যাটি: 7
27. একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। পরিসীমা 36 মিটার হলে, দৈর্ঘ্য কত?
ধরি, প্রস্থ = x মিটার
তাহলে, দৈর্ঘ্য = (x+2) মিটার
প্রশ্নমতে,
2(x+x+2)=36
বা, 2(2x+2)=36
বা, 4x+4=36
বা, 4x=32
বা, x=8
∴ দৈর্ঘ্য: (8+2)=10 মিটার
28. একটি কলম ও একটি বইয়ের মোট দাম 95 টাকা। কলমটির দাম 15 টাকা বেশি ও বইটির দাম 14 টাকা কম হলে কলমটি বইয়ের দামের 2 গুণ হতো। একটি কলমের দাম কত?
ধরি, কলমের দাম = x টাকা
তাহলে, বইয়ের দাম = (95−x) টাকা
শর্ত অনুযায়ী,
(x+15)=2(95−x−14)
বা, x+15=2(81−x)
বা, x+15=162−2x
বা, x+2x=162−15
বা, 3x=147
বা, x=49
∴ কলমের দাম: 49 টাকা
29. একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
4x+10=5x−5
বা, 10+5=5x−4x
বা, 15=x
বা, x=15
∴ সংখ্যাটি: 15
30. কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। সংখ্যাটি কত?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
2x+5=x+7
বা, 2x−x=7−5
বা, x=2
∴ সংখ্যাটি: 2
31. 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হবে?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
25−x=x+5
বা, 25−5=x+x
বা, 20=2x
বা, x=10
∴ সংখ্যাটি: 10
32. কোন সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির 3 গুণ হতে 5 বেশি হবে, সংখ্যাটি কত?
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
4x+1=3x+5
বা, 4x−3x=5−1
বা, x=4
∴ সংখ্যাটি: 4
33. দুইটি সংখ্যার যোগফল 30 হলে, সংখ্যাদ্বয় নির্ণয় করো।
ধরি, প্রথম সংখ্যা = x
তাহলে, দ্বিতীয় সংখ্যা = (30−x)
প্রশ্নমতে,
x+(30−x)=30
বা, 30=30 [সর্বদা সত্য]
∴ সংখ্যাদ্বয়: x এবং (30−x) যেকোনো মান হতে পারে
34. একটি সংখ্যা অপর একটি সংখ্যার 24 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 100 হলে বড় সংখ্যাটির মান কত?
ধরি, ছোট সংখ্যা = x
তাহলে, বড় সংখ্যা = 24x
প্রশ্নমতে,
x+24x=100
বা, 25x=100
বা, x=4
∴ বড় সংখ্যাটি: 24×4=96
35. 28 টাকা তিনজন ছাত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হল যে, 1ম জন 2য় জনের অর্ধেক টাকা পায় এবং 2য় জন 3য় জনের অর্ধেক টাকা পায়। 3য় জন কত টাকা পায়?
ধরি, ৩য় জন পায় = x টাকা
তাহলে, ২য় জন পায় = 2x টাকা
এবং ১ম জন পায় = 4x টাকা
প্রশ্নমতে,
x+2x+4x=28
বা, 44x+2x+x=28
বা, 47x=28
বা, 7x=112
বা, x=16
∴ ৩য় জন পায়: 16 টাকা
36. রহিমের আয়ের দ্বিগুণের সাথে 110 টাকা যোগ করলে 7000 টাকা হয়। রহিমের আয় কত?
ধরি, রহিমের আয় = x টাকা
প্রশ্নমতে,
2x+110=7000
বা, 2x=7000−110
বা, 2x=6890
বা, x=3445
∴ রহিমের আয়: 3445 টাকা
37. রানীর বর্তমান বয়সের 2/3 অংশের সাথে 12 বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়। রানীর বর্তমান বয়স কত?
ধরি, রানীর বর্তমান বয়স = x বছর
প্রশ্নমতে,
32x+12=x+3
বা, 32x=x+3−12
বা, 32x=x−9
বা, 2x=3(x−9)
বা, 2x=3x−27
বা, 27=3x−2x
বা, x=27
∴ রানীর বর্তমান বয়স: 27 বছর
38. রফিকের ওজন যদি 17 কেজি কমে যায় তবে তার ওজন রাসেলের ওজনের অর্ধেক হয়ে যাবে। তাদের দুজনের ওজনের যোগফল 140 কেজি হলে রফিকের ওজন কত কেজি?
ধরি, রফিকের ওজন = x কেজি
তাহলে, রাসেলের ওজন = 140−x কেজি
প্রশ্নমতে,
x−17=2140−x
বা, 2(x−17)=140−x
বা, 2x−34=140−x
বা, 2x+x=140+34
বা, 3x=174
বা, x=58
∴ রফিকের ওজন: 58 কেজি
39. একটি ইকো কলমের মূল্য 5 টাকা এবং একটি ম্যাটাডোর কলমের মূল্য 4 টাকা। যদি ঐ দোকানদার 500 টি কলম বিক্রি করে 2300 টাকা পায়, তবে সে কয়টি ইকো কলম বিক্রয় করেছিল?
ধরি, ইকো কলমের সংখ্যা = x টি
তাহলে, ম্যাটাডোর কলমের সংখ্যা = 500−x টি
প্রশ্নমতে,
5x+4(500−x)=2300
বা, 5x+2000−4x=2300
বা, x+2000=2300
বা, x=300
∴ ইকো কলমের সংখ্যা: 300 টি
40. কাজের দিন 2 টাকা পাওয়া এবং অনুপস্থিতির দিন 0.50 টাকা জরিমানা দেয়ার শর্তে কাজ করে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল। ব্যক্তিটি কত দিন কাজে উপস্থিত ছিল?
ধরি, কাজে উপস্থিত দিন = x দিন
তাহলে, অনুপস্থিত দিন = 30−x দিন
প্রশ্নমতে,
2x−0.50(30−x)=40
বা, 2x−15+0.50x=40
বা, 2.50x=40+15
বা, 2.50x=55
বা, x=22
∴ কাজে উপস্থিত দিন: 22 দিন
undefined
এখানে “MCQ” কন্টেন্ট যুক্ত হবে।undefined
1. তিনটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 33।
ক) প্রথম সংখ্যাটি (2x + 1) হলে তৃতীয় সংখ্যাটি কত?
খ) সংখ্যা তিনটি নির্ণয় কর।
গ) কোনো অজ্ঞাত সংখ্যার দ্বিগুণ হতে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিলে যদি তৃতীয় সংখ্যাটি পাওয়া যায় অজ্ঞাত সংখ্যাটি কত?
ক) প্রথম সংখ্যাটি (2x + 1) হলে তৃতীয় সংখ্যাটি কত?
খ) সংখ্যা তিনটি নির্ণয় কর।
গ) কোনো অজ্ঞাত সংখ্যার দ্বিগুণ হতে দ্বিতীয় সংখ্যাটি বাদ দিলে যদি তৃতীয় সংখ্যাটি পাওয়া যায় অজ্ঞাত সংখ্যাটি কত?
ক)
প্রথম সংখ্যা = 2x+1
দ্বিতীয় সংখ্যা = 2x+1+2=2x+3
তৃতীয় সংখ্যা = 2x+3+2=2x+5
∴ তৃতীয় সংখ্যাটি: 2x+5
খ)
ক থেকে প্রাপ্ত, প্রথম সংখ্যা = 2x+1, দ্বিতীয় সংখ্যা = 2x+3, তৃতীয় সংখ্যা = 2x+5
প্রশ্নমতে,
(2x+1)+(2x+3)+(2x+5)=33
বা, 6x+9=33
বা, 6x=24
বা, x=4
∴ সংখ্যা তিনটি: 9,11,13
গ)
খ থেকে প্রাপ্ত, দ্বিতীয় সংখ্যা = 11, তৃতীয় সংখ্যা = 13
ধরি, অজ্ঞাত সংখ্যা = y
প্রশ্নমতে,
2y−11=13
বা, 2y=13+11
বা, 2y=24
বা, y=12
∴ অজ্ঞাত সংখ্যাটি: 12
2. একটি সংখ্যার পাঁচগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণের বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 8 বেশি।
ক) অজ্ঞাত সংখ্যাটি x হলে সমীকরণ গঠন কর।
খ) সংখ্যাটি নির্ণয় কর।
গ) প্রাপ্ত সংখ্যাটি অপর একটি সংখ্যা y এর দ্বিগুণ অপেক্ষা 10 কম হলে, y এর মান নির্ণয় কর।
ক) অজ্ঞাত সংখ্যাটি x হলে সমীকরণ গঠন কর।
খ) সংখ্যাটি নির্ণয় কর।
গ) প্রাপ্ত সংখ্যাটি অপর একটি সংখ্যা y এর দ্বিগুণ অপেক্ষা 10 কম হলে, y এর মান নির্ণয় কর।
ক)
ধরি, অজ্ঞাত সংখ্যা = x
প্রশ্নমতে,
5x−2x=x+8
∴ সমীকরণ: 5x−2x=x+8
খ)
ক থেকে প্রাপ্ত সমীকরণ: 5x−2x=x+8
বা, 3x=x+8
বা, 3x−x=8
বা, 2x=8
বা, x=4
∴ সংখ্যাটি: 4
গ)
খ থেকে প্রাপ্ত সংখ্যা = 4
প্রশ্নমতে,
4=2y−10
বা, 4+10=2y
বা, 14=2y
বা, y=7
∴ y এর মান: 7
3. একটি আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য a মিটার। প্রস্থ, দৈর্ঘ্য অপেক্ষা 2 মিটার কম। বাগানটিতে ফুলের চারা লাগাতে মোট 320 টাকা খরচ হয়।
ক) বাগানের পরিসীমা নির্ণয় কর।
খ) বাগানের পরিসীমা 36 মিটার হলে a এর মান নির্ণয় কর।
গ) প্রতি বর্গমিটারে চারা লাগাতে কত খরচ হবে?
ক) বাগানের পরিসীমা নির্ণয় কর।
খ) বাগানের পরিসীমা 36 মিটার হলে a এর মান নির্ণয় কর।
গ) প্রতি বর্গমিটারে চারা লাগাতে কত খরচ হবে?
ক)
দৈর্ঘ্য = a মিটার
প্রস্থ = a−2 মিটার
পরিসীমা = 2(a+a−2)
= 2(2a−2)
= 4a−4 মিটার
∴ বাগানের পরিসীমা: 4a−4 মিটার
খ)
ক থেকে প্রাপ্ত পরিসীমা = 4a−4 মিটার
প্রশ্নমতে,
4a−4=36
বা, 4a=36+4
বা, 4a=40
বা, a=10
∴ a এর মান: 10 মিটার
গ)
খ থেকে প্রাপ্ত, a=10 মিটার
দৈর্ঘ্য = 10 মিটার, প্রস্থ = 8 মিটার
ক্ষেত্রফল = 10×8=80 বর্গমিটার
প্রতি বর্গমিটারে খরচ = 80320=4 টাকা
∴ প্রতি বর্গমিটারে চারা লাগাতে খরচ: 4 টাকা
4. কনিকার কাছে যতগুলো চকলেট আছে, মনিকার কাছে তার তিনগুণ চকলেট আছে। দুইজনের একত্রে 48টি চকলেট আছে। আবার লিপিকার কাছে y টি চকলেট আছে।
ক) কনিকার চকলেট x টি হলে, মনিকার চকলেট সংখ্যা x এর মাধ্যমে লেখ।
খ) কনিকার কতটি চকলেট আছে?
গ) মনিকার চকলেট লিপিকার চকলেটের চারগুণ হলে, লিপিকার কয়টি চকলেট আছে?
ক) কনিকার চকলেট x টি হলে, মনিকার চকলেট সংখ্যা x এর মাধ্যমে লেখ।
খ) কনিকার কতটি চকলেট আছে?
গ) মনিকার চকলেট লিপিকার চকলেটের চারগুণ হলে, লিপিকার কয়টি চকলেট আছে?
ক)
কনিকার চকলেট = x টি
∴ মনিকার চকলেট = 3x টি
খ)
ক থেকে প্রাপ্ত, কনিকার চকলেট = x টি, মনিকার চকলেট = 3x টি
প্রশ্নমতে,
x+3x=48
বা, 4x=48
বা, x=12
∴ কনিকার চকলেট: 12 টি
গ)
খ থেকে প্রাপ্ত, মনিকার চকলেট = 3×12=36 টি
প্রশ্নমতে,
36=4y
বা, y=9
∴ লিপিকার চকলেট: 9 টি
5. নিচের সমীকরণটি লক্ষ কর: 7x - 2 = x + 16
ক) সরল সমীকরণ কাকে বলে? উদাহরণ দাও।
খ) উপরিউক্ত সমীকরণটির বীজ নির্ণয় কর।
গ) সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কিনা যাচাই কর।
ক) সরল সমীকরণ কাকে বলে? উদাহরণ দাও।
খ) উপরিউক্ত সমীকরণটির বীজ নির্ণয় কর।
গ) সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে কিনা যাচাই কর।
ক)
এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণকে সরল সমীকরণ বলে।
উদাহরণ: 2x+5=13, 3y−7=8 ইত্যাদি।
খ)
7x−2=x+16
বা, 7x−x=16+2
বা, 6x=18
বা, x=3
∴ সমীকরণটির বীজ: x=3
গ)
খ থেকে প্রাপ্ত বীজ x=3
বামপক্ষ = 7×3−2=21−2=19
ডানপক্ষ = 3+16=19
যেহেতু বামপক্ষ = ডানপক্ষ
∴ সমাধান শুদ্ধ হয়েছে।
6. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ অপেক্ষা 4 বছর বেশি।
ক) পুত্রের বর্তমান বয়সকে x ধরে একটি সমীকরণ গঠন কর।
খ) পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর।
গ) দশ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে?
ক) পুত্রের বর্তমান বয়সকে x ধরে একটি সমীকরণ গঠন কর।
খ) পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর।
গ) দশ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে?
ক)
ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
তাহলে, পিতার বর্তমান বয়স = 3x+4 বছর
প্রশ্নমতে,
x+3x+4=84
∴ সমীকরণ: x+3x+4=84
খ)
ক থেকে প্রাপ্ত সমীকরণ: x+3x+4=84
বা, 4x+4=84
বা, 4x=80
বা, x=20
∴ পুত্রের বর্তমান বয়স: 20 বছর
গ)
খ থেকে প্রাপ্ত, পুত্রের বর্তমান বয়স = 20 বছর
পিতার বর্তমান বয়স = 3×20+4=64 বছর
দশ বছর পর পুত্রের বয়স = 20+10=30 বছর
দশ বছর পর পিতার বয়স = 64+10=74 বছর
∴ দশ বছর পর পিতার বয়স 74 বছর এবং পুত্রের বয়স 30 বছর
7. একটি দোকানে কলম ও খাতার মোট দাম 150 টাকা। একটি কলমের দাম একটি খাতার দামের দ্বিগুণ অপেক্ষা 5 টাকা বেশি।
ক) খাতার দাম x টাকা হলে কলমের দাম x এর মাধ্যমে প্রকাশ কর।
খ) একটি খাতার দাম কত?
গ) যদি দোকানদার 20% লাভে বিক্রি করে থাকে, তবে একটি কলমের ক্রয়মূল্য কত?
ক) খাতার দাম x টাকা হলে কলমের দাম x এর মাধ্যমে প্রকাশ কর।
খ) একটি খাতার দাম কত?
গ) যদি দোকানদার 20% লাভে বিক্রি করে থাকে, তবে একটি কলমের ক্রয়মূল্য কত?
ক)
খাতার দাম = x টাকা
∴ কলমের দাম = 2x+5 টাকা
খ)
ক থেকে প্রাপ্ত, খাতার দাম = x টাকা, কলমের দাম = 2x+5 টাকা
প্রশ্নমতে,
x+2x+5=150
বা, 3x+5=150
বা, 3x=145
বা, x=3145
∴ একটি খাতার দাম: 3145 টাকা
গ)
খ থেকে প্রাপ্ত, কলমের বিক্রয়মূল্য = 2×3145+5=3305 টাকা
ধরি, কলমের ক্রয়মূল্য = y টাকা
20% লাভে বিক্রি করায়,
y+10020y=3305
বা, 100120y=3305
বা, y=3×120305×100=3.6305=85 টাকা
∴ একটি কলমের ক্রয়মূল্য: 85 টাকা
8. একটি ক্লাসে ছেলে ও মেয়ে মিলে মোট 45 জন শিক্ষার্থী আছে। ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার তিনগুণ অপেক্ষা 1 কম।
ক) মেয়েদের সংখ্যা m হলে ছেলেদের সংখ্যা m এর মাধ্যমে প্রকাশ কর।
খ) ক্লাসে কতজন মেয়ে আছে?
গ) যদি প্রতি 5 জন শিক্ষার্থীর জন্য 1টি বেঞ্চ প্রয়োজন হয়, তবে ক্লাসে কয়টি বেঞ্চ লাগবে?
ক) মেয়েদের সংখ্যা m হলে ছেলেদের সংখ্যা m এর মাধ্যমে প্রকাশ কর।
খ) ক্লাসে কতজন মেয়ে আছে?
গ) যদি প্রতি 5 জন শিক্ষার্থীর জন্য 1টি বেঞ্চ প্রয়োজন হয়, তবে ক্লাসে কয়টি বেঞ্চ লাগবে?
ক)
মেয়েদের সংখ্যা = m জন
∴ ছেলেদের সংখ্যা = 3m−1 জন
খ)
ক থেকে প্রাপ্ত, মেয়েদের সংখ্যা = m জন, ছেলেদের সংখ্যা = 3m−1 জন
প্রশ্নমতে,
m+3m−1=45
বা, 4m−1=45
বা, 4m=46
বা, m=11.5
যেহেতু শিক্ষার্থী সংখ্যা পূর্ণসংখ্যা হতে হবে, m=12
∴ ক্লাসে মেয়ে আছে: 12 জন
গ)
মোট শিক্ষার্থী = 45 জন
প্রতি 5 জনের জন্য 1টি বেঞ্চ
প্রয়োজনীয় বেঞ্চ = 545=9 টি
∴ ক্লাসে বেঞ্চ লাগবে: 9 টি
9. রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত 3:2। 5 বছর পর তাদের বয়সের যোগফল 55 বছর হবে।
ক) রহিমের বর্তমান বয়স 3x বছর হলে করিমের বর্তমান বয়স কত?
খ) তাদের বর্তমান বয়স নির্ণয় কর।
গ) 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের কতগুণ ছিল?
ক) রহিমের বর্তমান বয়স 3x বছর হলে করিমের বর্তমান বয়স কত?
খ) তাদের বর্তমান বয়স নির্ণয় কর।
গ) 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের কতগুণ ছিল?
ক)
রহিমের বর্তমান বয়স = 3x বছর
বয়সের অনুপাত 3:2 অনুযায়ী,
∴ করিমের বর্তমান বয়স = 2x বছর
খ)
ক থেকে প্রাপ্ত, রহিমের বর্তমান বয়স = 3x বছর, করিমের বর্তমান বয়স = 2x বছর
5 বছর পর রহিমের বয়স = 3x+5 বছর
5 বছর পর করিমের বয়স = 2x+5 বছর
প্রশ্নমতে,
(3x+5)+(2x+5)=55
বা, 5x+10=55
বা, 5x=45
বা, x=9
∴ রহিমের বর্তমান বয়স = 27 বছর এবং করিমের বর্তমান বয়স = 18 বছর
গ)
খ থেকে প্রাপ্ত, রহিমের বর্তমান বয়স = 27 বছর, করিমের বর্তমান বয়স = 18 বছর
10 বছর আগে রহিমের বয়স = 27−10=17 বছর
10 বছর আগে করিমের বয়স = 18−10=8 বছর
অনুপাত = 817=2.125 গুণ
∴ 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সের 2.125 গুণ ছিল
10. একটি ত্রিভুজাকার জমির পরিসীমা 84 মিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ। তৃতীয় বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার বেশি।
ক) প্রথম বাহুর দৈর্ঘ্য a মিটার হলে অন্য দুই বাহুর দৈর্ঘ্য a এর মাধ্যমে প্রকাশ কর।
খ) ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
গ) এই ত্রিভুজের ক্ষেত্রফল 126 বর্গমিটার হলে ত্রিভুজের উচ্চতা কত?
ক) প্রথম বাহুর দৈর্ঘ্য a মিটার হলে অন্য দুই বাহুর দৈর্ঘ্য a এর মাধ্যমে প্রকাশ কর।
খ) ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
গ) এই ত্রিভুজের ক্ষেত্রফল 126 বর্গমিটার হলে ত্রিভুজের উচ্চতা কত?
ক)
প্রথম বাহুর দৈর্ঘ্য = a মিটার
দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য = 2a মিটার
∴ তৃতীয় বাহুর দৈর্ঘ্য = a+6 মিটার
খ)
ক থেকে প্রাপ্ত, প্রথম বাহু = a মিটার, দ্বিতীয় বাহু = 2a মিটার, তৃতীয় বাহু = a+6 মিটার
প্রশ্নমতে,
a+2a+a+6=84
বা, 4a+6=84
বা, 4a=78
বা, a=19.5
∴ তিন বাহুর দৈর্ঘ্য: 19.5 মিটার, 39 মিটার এবং 25.5 মিটার
গ)
খ থেকে প্রাপ্ত, ভূমি = 39 মিটার (সবচেয়ে বড় বাহু)
ক্ষেত্রফল = 21×ভূমি×উচ্চতা
126=21×39×h
বা, 126=19.5h
বা, h=19.5126
বা, h=6.46
∴ ত্রিভুজের উচ্চতা: 6.46 মিটার