Skip to Content
🔢 Math🧮 বীজগণিতসরল সমীকরণ

কিছু সংজ্ঞা

🔸খোলা বাক্য: যে গাণিতিক বাক্যে চলক বিদ্যমান, তাকে খোলা বাক্য বলে।

🔸সমীকরণ: যে গাণিতিক খোলা বাক্যে সমান (=) চিহ্ন থাকে, তাকে সমীকরণ বলে।

🔸চলক: অজানা/অজ্ঞাত রাশিকে চল/চলক/variable/চলরাশি/পরিবর্তনশীল-রাশি বলা হয়।

🔸ধ্রুবক: যে সকল রাশির মান পরিবর্তনশীল নয়, তাকে ধ্রুবক(Constant) রাশি বলা হয়।

🔸সমীকরণের বীজ: সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানকে প্রদত্ত সমীকরণের বীজ বলা হয়।

🔸সমীকরণের সমাধান: সমীকরণের বীজ নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলা হয়।

🔸পক্ষ: সমীকরণে (=) চিহ্নের বামপাশের রাশি হল বামপক্ষ (LHS) এবং ডানপাশের রাশি হল ডানপক্ষ (RHS)।

সমীকরণের ধরণ

🔸সরল সমীকরণ : এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণকে একঘাত/সরল সমীকরণ বলে।

🔸দ্বিঘাত সমীকরণ: এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে।

🔸ত্রিঘাত সমীকরণ: এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণকে ত্রিঘাত সমীকরণ বলে।

স্বতঃসিদ্ধ/সমতুল্যতা (identities):

  1. সমীকরণের উভয় পক্ষে একই রাশি যোগ করলে মানের কোন পরিবর্তন হয় না।
  2. সমীকরণের উভয় পক্ষে একই রাশি বিয়োগ করলে মানের কোন পরিবর্তন হয় না।
  3. সমীকরণের উভয় পক্ষে একই রাশি গুন করলে মানের কোন পরিবর্তন হয় না।
  4. সমীকরণের উভয় পক্ষকে শূন্য বাদে একই রাশি দিয়ে ভাগ করলে মানের কোন পরিবর্তন হয় না।

শুদ্ধি পরীক্ষা:

সমীকরণের যে মান বের হয়, সেটা সমীকরণের উভয় পাশে বসিয়ে, উভয় পক্ষ সমান প্রমাণ করাই হলো শুদ্ধি পরীক্ষা।

টিপস: কোন রাশিকে -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় কিন্তু মান একই থাকে।

Last updated on