🔖 ১০ম পাঠ - সূত্র (৫৮-৬৬)
🧩 Formula 58
বর্তমানকাল বুঝালে ‘নি’ (নাই) থাকলে → have not / has not + past participle
🔸 আমি তোমাকে আজ দেখিনি। — I have not seen you today.
🔸 সে আমাকে কলমটা দেয় নি। — He has not given me the pen.
🧩 Formula 59
অতীতকাল বোঝালে ‘নি’ (নাই) থাকলে → did not + verb
🔸 আমি তোমাকে গতকাল দেখিনি। — I did not see you.
🔸 রহমান মাঠে যায়নি। — Rahman did not go to the field.
🧩 Formula 60
ক্রিয়ার সঙ্গে এ-ছিল, ল, ত যুক্ত থাকলে → past tense ব্যবহার হয়।
🔸 সে দিনের বেলায় এসেছিলো। — He came during the day.
🔸 সে আমাকে খুব ভালোবাসতো। — She loved me very much.
🧩 Formula 61
এ-ছিল, ল, ত যুক্ত ক্রিয়ায় প্রশ্ন থাকলে → Did + subject + verb
🔸 তুমি কি গল্পটি জানতে? — Did you know the story?
🔸 রহিম কি সেখানে গিয়েছিল? — Did Rahim go there?
🧩 Formula 62
’নি’, ‘তা-না’, ‘ল-না’ যুক্ত হলে → did not + verb
🔸 আমরা শব্দটি শুনিনি। — We did not hear the sound.
🔸 বালকটি নিয়মিত স্কুলে যেত না। — The boy did not go to school regularly.
🧩 Formula 63
ব/বে যুক্ত ক্রিয়ায় → shall / will + verb
🔸 আমি পড়ব। — I shall read.
🔸 তুমি খেলবে। — You will play.
🧩 Formula 64
ব/বে যুক্ত ক্রিয়ায় প্রশ্ন থাকলে → Shall / Will বাক্যের শুরুতে বসে।
🔸 তুমি কি ঢাকা যাবে? — Will you go to Dhaka?
🔸 সে কি সাঁতার কাটবে? — Will he swim?
🧩 Formula 65
ব/বে যুক্ত ক্রিয়ায় ‘না’ থাকলে → Shall not / Will not
🔸 আমি আজ স্কুলে যাব না। — I shall not go to school today.
🔸 সে আজ খেলবে না। — He will not play today.
🧩 Formula 66
ব/বে যুক্ত ক্রিয়ার অর্থ জোরালো হলে → Must + verb
🔸 আমি যাবই। — I must go.
🔸 তুমি অবশ্যই আসবে। — You must come.