🔢 Math📐 জ্যামিতিউপপাদ্য(42-50): ছেদক-স্পর্শকCopy pageবৃত্তের ছেদক ও স্পর্শক সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত উপপাদ্য-42: বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব।উপপাদ্য-43: বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।উপপাদ্য-44: স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রমুখী।উপপাদ্য-45: বৃত্তের কোনো বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।উপপাদ্য-46: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।উপপাদ্য-47: দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, স্পর্শ বিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু অপর বৃত্তের বাইরে থাকবে।উপপাদ্য-48: দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, স্পর্শ বিন্দু ছাড়া ছোট বৃত্তের অন্য সকল বিন্দু বড় বৃত্তের অভ্যন্তরে থাকবে।উপপাদ্য-49: দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে, তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ।উপপাদ্য-50: দুইটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে, তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ।Last updated on September 25, 2025উপপাদ্য 41উপপাদ্য 42